ইউটিউবে তন্ময় মাসুদের সুফি গান

প্রকাশ | ১৫ জুন ২০১৭, ১৫:২১ | আপডেট: ১৫ জুন ২০১৭, ১৫:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘আমার দিল কলবে বলে খাজা’ শিরোনামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে তরুণ শিল্পী তন্ময় মাসুদের প্রথম গান। গানটি রন’স মিউজিকের ব্যানারে ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।   

গানটির কথা ও সুর করেছেন শাহ মোঃ নাজীম চিশতী নিজামী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বাংলা, আরবি, ফারসি ভাষার ব্যবহার করতেন এ গানেও তেমন করা হয়েছে।

তন্ময় মাসুদ ঢাকাটাইমসকে বলেন, এটি আমার প্রথম গান। গানটি সুফি ঘরণার। গানটিতে বাংলা, আরবি, ফারসি ভাষার ব্যবহার করা হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন মহাসাধক আল্লাহর অলি শাহ্ সূফী নাজিম চিশতী নিজামী। কাজী নজরুল ইসলাম যেমন বাংলা, আরবি, ফারসি ভাষার ব্যবহার এক গানেই করতেন এখানে সেইরকম ভাষাগত দক্ষতা ফুটে উঠেছে। সুরের ভিতর সেমি ক্লাসিকাল ব্যবহৃত হয়েছে। যেটা গানকে সমৃদ্ধ করেছে।

প্রসঙ্গত, তন্ময় ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর করেন।

গান:

ঢাকাটাইমস/১৫জুন/এমইউ