সুবিধা করতে পারলেন না সাকিব

প্রকাশ | ১৫ জুন ২০১৭, ১৭:৪৭ | আপডেট: ১৫ জুন ২০১৭, ১৮:৩৮

অনলাইন ডেস্ক

গত ম্যাচে সেঞ্চুরি করলেও আজ সুবিধা করতে পালেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৫ রানে রবীন্দ্র জাদেজার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়লেন তিনি। সাকিবের আগে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। দলীয় ১৫৪ রানে কেদার যাদবের বলে বোল্ড হলেন তিনি। এই টাইগার ওপেনার করেন ৭০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান। মুশফিকুর রহিম ৩০ রান করে অপরাজিত আছেন।

আজ দলীয় ৩১ রানে দুই উইকেট পড়ে যায় বাংলাদেশের। এরপর জুটি বাঁধেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দু’জনে মিলে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান ইতোমধ্যে শতরানের পার্টনারশীপ পূর্ণ করেছেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে।

বাংলাদেশ আজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। ভুবনেশ্বর কুমারের করা ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। দুই বল খেলে শূন্য রান করেন তিনি।

সৌম্য সরকারের পর সাজঘরে ফেরেন সাব্বির রহমান। ইনিংসের সপ্তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২১ বল খেলে ১৯ রান করেন সাব্বির।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জ্যাসপ্রীত বুমরাহ।

(ঢাকাটাইমস/১৫ জুন/এসইউএল)