চাঁপাইনবাবগঞ্জে ভিজিডির চালসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশ | ১৫ জুন ২০১৭, ২২:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিজিডির চালসহ দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলকে আটক করা হয়েছে। এসময় ওই্ ইউনিয়ন পরিষদের সচিব তৌহিদুল আলম এবং দুই ওয়ার্ড সদস্য খাইরুল ইসলামকেও আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করে পুলিশ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদে সরকারের অনুদানকৃত জনপ্রতি হতদরিদ্র নারীদের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও গড়ে ৫ কেজি করে চাল কম দেয়ার অভিযোগ পাওয়া যায়। ওই সময় সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে পুলিশের একটি দল ১০ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, সচিব তৌহিদুল আলম এবং ২নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলামকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হাজির করে শুনানি শেষে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, এ ব্যাপারে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/এলএ)