নিখোঁজ অটোরিকশাচালকের লাশ পাঁচ দিন পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ২৩:০৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া সিএনজি অটোরিকশাচালক জয়নাল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

নিহত পরিবারিক সূত্র জানায়, গত ১১ জুন সন্ধ্যায় পানিশ্বর বাজার থেকে শাখাইতি গ্রামের দুই যুবক জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে জয়নালের সিএনজি অটোরিকশাটি রিজার্ভ করে। এরপর থেকে আর জয়নাল বাড়ি ফেরেনি।

এ ঘটনায় সরাইল থানায় জয়নালের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকার একটি খালে জয়নালের মরদেহ ভাসছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পাই।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুরকারণ নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ৪৫ জনের তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ
ঘাটাইলে পানিশূন্য পুকুরে প্রায় ৭ লাখ টাকার ঘাট নির্মাণ 
আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা