বরিশালে বিপুল বিদেশি মদ, বিয়ার উদ্ধার

প্রকাশ | ১৬ জুন ২০১৭, ১২:৩২

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশালে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর রাতে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট মোড় থেকে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় একটি পিকআপসহ আটক করা হয় দুজনকে।

আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার মাসুম মিয়ার ছেলে মো. সালমান মিয়া ও ঢাকার লালবাগের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে ফরিদ সরদার।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ আর মুকুল জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোরে রামপট্রি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি পিকআপকে থামতে সিগন্যাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে ধাওয়া দিয়ে রহমতপুর এয়ারপোর্ট মোড় থেকে পিকআপটি (ঢাকা মেট্রো-ল ১৩-২৩৭১) আটক করা হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ১৩০ বোতল বিদেশি মদ ও দুই ধরনের ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, রাজধানীর গুলশান থেকে তারা এ মদ ও বিয়ারগুলো বরিশালের বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য এনেছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ আর ‍মুকুল।

(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/জেডএ)