মাশরাফিদের দেশে ফেরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০১৭, ১০:৫৯ | প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১০:১০

চ্যাম্পিয়নস ট্রফির আসর শেষে দেশে ফিরলেন মাশরাফিরা। আজ সকাল ৯.৪৫ টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সকাল ৯.৪৫টায় এমিরেটস এয়ারলাইনসের বিমানে করে বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও বিমান ছাড়তে দেরি হওয়ায় এক ঘণ্টা দেরিতে ঢাকায় পা রাখলেন সাকিব-তামিমরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অর্জন কম নয়। নিউজিল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মত আসরের সেমিতে উঠা। ওডিআই র‌্যাঙ্কিংয়ে ছয় নিয়ে আসর শুরু করে ছয় নিয়েই দেশে ফেরা। সবমিলে একেবারে হতাশ করেছে বাংলাদেশ?

গত ২৭ এপ্রিল দেশ ছাড়েন মাশরাফিরা। ইংল্যান্ডে পা রাখার পর টানা তিনদিন অনুশীলন শেষে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলে সফরকারীরা। দ্বিতীয় প্রীতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামে সাকিব-তামিমরা।

ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে উড়ে যায় বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরত্যিক্ত হয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে যায় বাংলাদেশ। সেখানে প্রস্তুতি পর্বটা ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তান ও ভারতের বিপক্ষে হেরে যায় টাইগাররা। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয় মাশরাফিদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্পতেই গুটিয়ে যায় বাংলাদেশ কিন্তু সে ম্যাচে বৃষ্টি বাগড়ায় পয়েন্ট লাভ করে বাংলাদেশ। এরপর বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফিরা। আর ওজিদের হারে চলে যায় সেমিতেও। ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৭জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :