রাজশাহীতে হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৭ জুন ২০১৭, ১৬:৪৮

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সদস্য আল-আমিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। ওই হত্যা মামলার আসামি আবদুল মালেক ও জাহাঙ্গীর আলমের ফাঁসির দাবি জানানো হয়েছে মানববন্ধনে।

শনিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ফেরদৌস জামিল টুটুল এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সদস্য আবুল কালাম আজাদ, শ্রমিক ফেডারেশনের জেলার সহ-সভাপতি সিরাজুর রহমান খান, সদস্য আকবর আলী লালু, নিহত আল-আমিনের বাবা আবদুল ওহাব, ছোট ভাই মো. আলাউদ্দিন প্রমুখ।

২০১৩ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় তারাবির নামাজ পড়ে বের হলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আল-আমিনের  মৃত্যু হয়।

সেদিন রাতে নগরীর রাজপাড়া থানায় আল-আমিনের বাবা বাদি হয়ে আবদুল মালেক ও জাহাঙ্গীর আলম নামে আরেক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বর্তমানে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটির বিচার চলছে।

সুখিয়া রবিদাস হত্যার বিচার দাবি

হবিগঞ্জের সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মনাহনগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা কমিটি এর আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জেলা রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি রঘুনাথ রবিদাস, আদিবাসী যুব পরিষদের জেলা শাখার যুগ্ম আহবায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নকুল পাহান, সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, রবিদাস ছাত্র পরিষদের আহবায়ক সুশীল রবিদাস প্রমূখ।

বক্তরা বলেন, সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি শাইলু মিয়া এর আগেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার নামে আগে থেকেই থানায় একাধিক মামলা রয়েছে। তাই তারা শাইলু মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের জেলা কমিটির আহবায়ক নবদ্বীপ লাকড়া। মানববন্ধন পরিচালনা করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক হুরেন মুর্মু।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)