ভারতের চতুর্থ ফাইনাল, পাকিস্তানের প্রথম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৮:২২

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার চতুর্থবারের মতো ফাইনাল খেলবে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে ভারত প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল ২০০০ সালে। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে রানার আপ হয়েছিল সৌরভ গাঙ্গুলীর দল।

২০০২ সালের আসরেও ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এরপর ২০১৩ সালের আসরে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবারের আসরেও ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার প্রথমবারের মতো ফাইনালে ‍উঠেছে পাকিস্তান। আগামীকাল লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :