নির্বাচন হালালের সার্টিফিকেট দিতে পারে না বিএনপি: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৯:১৪

নির্বাচন হালালের সার্টিফিটেক বিএনপি দিতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া এবং বিএনপি যদি মনে করে বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন হালাল হবে আর না করলে বানচাল হয়ে যাবে তা ফাঁকাবুলি। খালেদা জিয়া ও বিএনপি নির্বাচন হালালের কোনো সার্টিফিকেট দেয়ার ক্ষমতা রাখে না।

শনিবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না বলে সম্প্রতি বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইনু।

বিএনপির সাংবিধানিক সরকারের বিকল্প প্রস্তাবকে চক্রান্তমূলক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, আসলে এটা সাংবিধানিক সরকারের বদলে বিএনপি-জামায়াত ও খালেদার সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব। সুতরাং কাউকে সাহায্য করার জন্য কোনো সরকার নির্বাচনের সময় তৈরি হবে না।

ইনু বলেন, দেশে সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে এবং সাংবিধানিক পন্থায়ই নির্বাচন হবে। সাংবিধানিক সরকারের বিকল্প যেসব অস্পষ্ট প্রস্তাব বিএনপি উত্থাপন করছে, সেগুলো চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৭জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

জামায়াত পরাশক্তির ওপর নির্ভর করে না: রফিকুল ইসলাম

একাত্তরে আওয়ামী লীগের কেউ প্রত্যক্ষ যুদ্ধ করেননি: রিজভী

দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বিএনপি: কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :