ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শুরু করতে যাচ্ছে সৌদি

প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১৮:০৫ | আপডেট: ১৮ জুন ২০১৭, ১৮:৩৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ফিলিস্তিনি ভূখণ্ড জোর করে দখলের মাধ্যমে ৬৯ বছর আগে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হলেও এই প্রথম তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গোপন আলোচনা চলছে।

আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস পত্রিকা শনিবার জানিয়েছে, সৌদি আরবে ইসরায়েলি কোম্পানিগুলোর ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতির মাধ্যমে কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলের বিমান চলাচলের অনুমতি দেয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইমস পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের প্রধান দুই শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের বহু ঘটনার গতিপ্রকৃতি পাল্টে দেবে এবং এ অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে।

এ পর্যন্ত সৌদি কর্মকর্তারা গোপনে ইসরায়েলের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন বলে খবর বেরিয়েছে। এসব আলোচনার প্রধান লক্ষ্য হলো অবৈধ ইসরায়েলের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক প্রতিষ্ঠা করা।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৮জুন/এসআই)