গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

প্রকাশ | ১৯ জুন ২০১৭, ১৬:০৭ | আপডেট: ১৯ জুন ২০১৭, ১৬:৪৬

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের মুকসুদপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিআরটিসির বাসচালক আবুল সিকদার, বরগুনার কাওসার ও ভোলার মুন্নি আক্তার। আরেকজন পরিচয়ের (২৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজাজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসির একটি বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বিআরটিসির চালক আবুল সিকদার ও অজ্ঞাত পরিচয়ের (২৮) একজন নিহত হন। এতে আহত হন আরো ২৭ জন। পরে জলিলপাড় পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশ এসে হতাহতদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্নি আক্তার ও কাওসার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি আরো জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/এলএ)