রাজধানীতে তিন হাজার টেলিফোন বিকল

প্রকাশ | ১৯ জুন ২০১৭, ১৭:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ওয়াসা রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি-ব্লক, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, সিদ্বেশ্বরী, মগবাজার ও সায়েদাবাদ এলাকায় বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন হাজার ১০০ টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার বিটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি, বনশ্রী এলাকায় ৬৫টি, গোড়ান ও নন্দীপাড়া এলাকায় ২১০টি, খিলগাঁও বি-ব্লক এলকায় ১৫০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেনেজ নির্মাণ প্রকল্পের আওতায় রাস্তা খনন করায় কাকরাইল এলাকায় ৭৬০টি, শান্তিনগর এলাকায় ৬৮০টি, ফকিরাপুল এলাকায় ৪৮০টি সিদ্বেশ্বরী এলাকায় ৩০০টি, মগবাজার এলাকায় ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট বিকল রয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।  এসব এলাকায় সংযোগসমূহ চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/ ১৯জুন/এমএবি/জেবি)