পাহাড়ে প্রাণহানিতে তুরস্কের শোক

প্রকাশ | ১৯ জুন ২০১৭, ১৯:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তুরস্ক সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশে ভূমিধসে ১৩০ জন লোকের প্রাণহানিতে আমরা খুবই দুঃখিত।’

বার্তায় বলা হয়, ‘ভয়াবহ ভূমিধসে যারা প্রাণ হারিয়েছে তাদের স্বজন এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

গত সপ্তাহে টানা বৃষ্টিতে চট্টগ্রামের তিন জেলায় ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর চার সদস্যসহ দেড় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)