দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশ | ২০ জুন ২০১৭, ১৫:৫২

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের দুয়ারপাল এলাকা থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন, উপজেলার দুয়ারপাল গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম (৩৫)।

 নওগাঁর পোরশার হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। রাতে  গরু নিয়ে ফেরার পথে ২৩২নং মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বিএসএফের একটি স্পেশাল টিম ওই দুইজনকে আটক করে। পরে তাদেরকে ভারতের স্থানীয় হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়। তারা দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওই দুইজনকে ফিরিয়ে আনার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/জেবি)