রিয়াদে মার্কেটে আগুন, প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

প্রকাশ | ২১ জুন ২০১৭, ১২:১৭

রিয়াদ (সৌদি আরব) প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্র বাথায় অবস্থিত ‘বাথা কমার্শিয়াল মার্কেটে’ আগুনে পুড়ে শতাধিক দোকান ছাই হয়ে গেছে। এই মার্কেটের অধিকাংশ দোকানই প্রবাসী বাংলাদেশিদের। এতে তাদের  ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে কয়েক কোটি রিয়ালের ক্ষতির আশঙ্কা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এলএ)