ঈদযাত্রা স্বস্তিদায়ক করার সব প্রস্তুতি আছে: কাদের

প্রকাশ | ২১ জুন ২০১৭, ১৪:০০ | আপডেট: ২১ জুন ২০১৭, ১৪:০৩

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের সংস্কার ও চার লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে কোনো দুর্যোগ না থাকলে আমি আশা করি ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখা যাবে। সে ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

যানজট নিরসনে সবার সহযোগিতার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রাপথ নিরাপদ করতে পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। সবাইকে নিয়ে সমন্বিতভাবে যানজট নিরসন ও জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘যানজট মোকাবেলায় ঈদের আগে ও পরে তিন দিন ভারী যানবাহন মহাসড়কের চলাচল নিষেধ করা হয়েছে। বিষয়টি দেখার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’

এসময় মন্ত্রী নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজে গাফিলতির অভিযোগ এনে গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা ও মানিকগঞ্জের  সওজ এর নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/জেবি)