পাবনায় দেশি পোশাকের চাহিদা বেশি

প্রকাশ | ২১ জুন ২০১৭, ১৬:১৭

খাইরুল ইসলাম বাসিদ, পাবনা

রমজানের শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে বেচাকেনা জমে উঠেছে পাবনার ঈদ মার্কেটগুলোতে। শহরের সবকটি বিপণিবিতানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। পছন্দের কাপড় কিনতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর আর তরুণ-তরুণীর পদচারণায় মুখর অভিজাত মার্কেটগুলো। এবারের ঈদ মার্কেটে সাড়া ফেলেছে বাহুবলী সাড়ারা লেহেঙ্গা ড্রেস।

অপরদিকে নিম্নবিত্ত মানুষগুলো সাধ্যের মধ্যে পছন্দের কাপড় কিনতে ভিড় জমাচ্ছে হকার্স মার্কেটসহ নিউমার্কেট ঘেষা ফুটপাতের দোকানগুলোতে।

ঈদে নতুন পোশাক না হলেই যেন নয়। তাইতো শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে পাবনার ঈদ বাজারগুলো। শহরের অভিজাত রবিউল মার্কেট, নিউ মার্কেট, খান বাহাদুর শপিং মল, হুমায়রা মার্কেট, এআর প্লাজা, সেঞ্চুরি প্লাজাসহ বিভিন্ন মার্কেটের বিপনীবিতানে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে মার্কেটে মার্কেটে ঘুরে ফিরছেন বিভিন্ন বয়সী ক্রেতা।

এবারের ঈদ মার্কেটে বাহুবলী, সাড়ারা, লেহেঙ্গা কিনতে মাতোয়ারা এখানকার তরুণীরা। বাচ্চাদের পছন্দ লাছ্ছা, লেহেঙ্গা, লং ফ্রগ নামের নানা ধরনের পোশাক। আর ঘরবধূরা বেশি নিচ্ছেন দেশি তৈরি সূতির শাড়ি। এই গরমে ঈদের আনন্দ যেন সারতে পারেন আমেজে। তাই যেন এসব ঘরবধূরা ঝুঁকছেন সূতি শাড়ির দিকে। ভারতীয় কাপড়ের এবার তেমন কোন কদর নেই পাবনার ঈদ বাজারে। গৃহিনীরা বেশি কিনছেন টাঙ্গাইল, জামদানি, দেশি জামদানি।

রেডিমেট কাপড়ের চাহিদা বেশি থাকলেও গজ কাপড়ও বিক্রি হচ্ছে বেশ। পানজাবী আর সেন্ডেলের দোকনেও বেশ ভিড়। নতুন পোশাকে আর নতুন সেন্ডেল জুতা ছাড়া কি আর জমে ঈদ। এমনই কথা জানান ক্রেতারা।

পাবনা শহরের রবিউল মার্কেটে স্ব-পরিবার নিয়ে ঈদ মার্কেটে করতে আসা আক্তারুজ্জামান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি। তার বেশি হলেও তো করার কিছু নাই। ঈদ তো করতেই হবে।

ঈদকে আরও মজার করে তুলতে পিতামাতার সাথে ঈদের বাজারে  এসেছে শিশুরাও। তারা পিতামাতাকে টানছে কসমেটিক্সের দোকানে। তাদেরও যে সাজতে হবে ঈদের দিনে।

ব্যবসায়ীরাও জানান, এবারের ঈদকে সামনে রেখে বেচাবিক্রি জমে উঠেছে বেশ। যতোদিন যাচ্ছে ততোই বাড়ছে ক্রেতা সাধারণ। দামও রয়েছে হাতের নাগালে। সব রকমের দামের পোশাকই আছে যাতে কিনতে পারেন ক্রেতা।

ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, এবার বিদেশি পোশাকের চাইতে দেশি পোশাকের চাহিদাটাই বেশি। তবে ক্রেতাদের প্রচণ্ড ভিড় থাকলেও বিকিনিকি কম বলে জানান এই ব্যবসায়ী।

ঈদের বাজারে ব্যস্ততার যেনো শেষ নেই বিক্রেতাদের। তারা অনেক ব্যস্ত। বললেন এবারে বেচাকেনা বেশ ভালো। ঈদ যতো কাছে আসছে, ততোই বেড়ে যাচ্ছে বিক্রি ও খরিদ্দার।

(ঢাকাটাইমস/২১জুন/নিজস্ব প্রতিবেদক/এলএ)