বেনাপোলে বাস-জিপ সংঘর্ষে নিহত ১, ভারতীয় চালক আটক

প্রকাশ | ২২ জুন ২০১৭, ১১:৪৩ | আপডেট: ২২ জুন ২০১৭, ১২:২৪

অনলাইন ডেস্ক

বেনাপোল-যশোর সড়কের শার্শা উপজেলায় ঢাকা-আগরতলা রুটের বাস একটি জিপকে  ধাক্কা দিয়েছে। এতে জিপচালক জাহিদুল ইসলাম ঘটনাস্থেলেই নিহত হন। এসময় ওই জিপে থাকা বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলামসহ তার দেহরক্ষী আনসার সদস্য সাইফুল ইসলাম গুরুতর জখম হয়েছেন। এ দুর্ঘটনায় ভারতীয় বাসচালক বিশ্বজিতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার  শ্যামালাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হযেছে।

নিহত জাহিদুল সাতক্ষীরা সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, সকাল সাড়ে আটটার দিকে উপ-পরিচালক আমিনুল ইসলাম বন্দরের জিপে করে যশোর যাওয়ার পথে শার্শা উপজেলার শ্যামলাগাজি এলাকায় পৌঁছালে বিপরীতে দিকে থেকে আসা ঢাকা- আগরতলা রুটের বাসটি জিপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিপচালক মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় উপ-পরিচালক আমিনুল ইসলাম ও দেহরক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এলএ)