চারঘাটে জামায়াত-শিবিরের চার নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ২২ জুন ২০১৭, ১৬:০৯

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহীর চারঘাট উপজেলায় জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে পুলিশে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সোয়েব আলী (৪৫), পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থসম্পাদক মোস্তাফিজুর রহমান (২৬), জামায়াতকর্মী নজরুল ইসলাম (৪৮) ও মাসরুল কায়সার (৪৩)।

এদের মধ্যে মোস্তাফিজুর রহমান পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে, সোয়েব আলী চারঘাটের জাইগীরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে, মাসরুল একই গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে এবং নজরুল উপজেলার চাঁদপুর কাকরামারী গ্রামের আনসার আলীর ছেলে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ঈদের আগে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের এই নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেছে।

ওসি জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সবার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/আরআর/জেবি)