পদ্মানদীতে মিলল অজ্ঞাত পরিচয়ের লাশ

প্রকাশ | ২২ জুন ২০১৭, ১৮:৩১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

দেশের ব্যস্ততম নৌরুট শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়ার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মানদী থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুর পদ্মানদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ঘাটে দায়িত্বরত র‌্যাব সদস্যদের খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন। পরে লাশটি শিবচর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

লাশটি একটি সাদা প্লাস্টিকের বস্তা দিয়ে পেঁচানো ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, কাঁঠালবাড়ী ঘাটের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করেছে র‌্যাব। লাশটির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিবচর থানা পুলিশ লাশটি মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এলএ)