বাড্ডায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ | ২২ জুন ২০১৭, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় শেফালী আক্তার শেফা ওরফে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

নিহত নাসরিনের জা হাসিনা বেগম ঢাকাটাইমসকে বলেন, সেহরি খেয়ে ঘুমাতে যায় নাসরিন। দুপুরেও ঘুম থেকে না ওঠায় তিনি বিকালের দিকে ডাকতে যান। তখন না উঠলে তিনি নাসরিনকে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নিয়ে আসেন।  পরে তাকে বিকাল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হাসিনা বেগম আরও বলেন, ‘সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।’ 

নাসরিন ইডেন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তাদের বাড়ি ঝিনাইদাহ জেলার শ্রীপুর থানার মহেশপুরে। এই গৃহবধূ স্বামী তরিকুল ইসলামের সঙ্গে উত্তর বাড্ডার বাসায় থাকতেন। এছাড়া ওই বাসায় তার ভাসুর আবু বকর ও জাঁ হাসিনা বেগম থাকতেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত নাসরিনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২২জুন/এএ/জেবি)