তালাবদ্ধ ঘরে এনএসআই কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ | ২৩ জুন ২০১৭, ১৪:৩১ | আপডেট: ২৩ জুন ২০১৭, ১৬:১৪

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)  উপ-পরিচালক মোজাম্মেল হকের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী আজমিরা পারভীন মাসনিক রোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

শহরের পলাশপোলের ভাড়া বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঢাকাটাইমস জানান, এনএসআইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক তার মানসিক রোগী স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বাজারে যান। বাজার করে এসে তিনি  দেখতে পান আজমিরা পারভিন ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন। 

ওসি জানান, ঘটনার সময় বাসায় আর কেউ ছিলেন না। তার স্ত্রী দীর্ঘদিনের মানসিক রোগী ছিলেন। সম্প্রতি তাকে ভারতে নিয়ে চিকিৎসাও করানো হয়েছে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আজমিরার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৩জুন/প্রতিনিধি/জেডএ)