উ. কোরিয়ায় শক্তিশালী রকেট ইঞ্জিন পরীক্ষা

প্রকাশ | ২৩ জুন ২০১৭, ১৭:৪৮ | আপডেট: ২৩ জুন ২০১৭, ১৭:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

উত্তর কোরিয়া আবারো মহাকাশে নিক্ষেপ উপযোগী রকেট ইঞ্জিনের পরীক্ষা করেছে। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার উপযোগী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র( আইসিবিএম)-এ ব্যবহার করা যাবে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার সোহে উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয়েছে বলে মার্কিন এক কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, মার্চে এ কেন্দ্রে তিন দফা রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়েছে।

গতকালের পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন অপর এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, ছোট আকারের আইসিবিএমের জন্য হয়ত এ পরীক্ষা চালানো হয়েছে।

জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কয়েক বছর ধরেই পরমাণু এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া। প্রায় ৯০০০ কিলোমিটার বা ৫৫০০ মাইল দূরে মার্কিন মূল ভূখণ্ডে হামলার উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা দেশটি করছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র আরো আশংকা করছে দেশটি হয়ত ষষ্ঠ পরমাণু বোমার পরীক্ষা চালাবে। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া পাঁচ পরমাণু বোমার পরীক্ষা করেছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৩জুন/এসআই)