নন্দীগ্রামে দুঃস্থদের মধ্যে ভিজিএফের গম বিতরণ

প্রকাশ | ২৫ জুন ২০১৭, ১২:৫৭

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে নয়টি ওয়ার্ডে গরিব ও দুঃস্থদের মাঝে ভিজিএফের গম বিতরণ করা হয়েছে। রবিবার সকাল নয়টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

এ সময় সচিব আব্দুল বাতেন, প্যানেল মেয়র আনিছুর রহমান, কাউন্সিলর আনোয়ার হোসেন, আলী হাসান, রহমত আলী, আব্দুর রশিদ, কালিদাস, ফজলুল হক বাচ্চু, বেলায়েত হোসেন আদর, জালাল উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট চার হাজার ৬২১ জন উপকারভোগীদের মাঝে এবার চালের বদলে জনপ্রতি ১৩ কেজি হারে মোট ৬১ মেট্রিকটন গম বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/২৫জুন/প্রতিনিধি/ডব্লিউবি