ঈদের সেই অনাবিল আনন্দটা আর নেই: মামুনুর রশিদ

প্রকাশ | ২৬ জুন ২০১৭, ০৯:১৩ | আপডেট: ২৬ জুন ২০১৭, ০৯:৫২

তানিয়া আক্তার, ঢাকাটাইমস

বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ। সম্প্রতি ঈদের স্মৃতি নিয়ে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলেন। বড় হয়েছেন গ্রামে।  তিনি তখনও ঈদে রোজা রাখতেন। আর তাদের সারা বছরের বিশেষ উৎসব ছিল ঈদের দিন । এখনকার মানুষের মতো এত বিত্তবান ছিলো না তখন। তাই সালামির প্রচলন ছিলো না। ছোটরা একজোড়া নতুন জুতো, একটি জামা এবং একটি পাজামা পেলেই মহাখুশি হতাম।

তিনি বলেন, ‘আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতাম। খালাতো-মামাতো ভাইবোনদের সাথে মিলিত হবার আনন্দটা বেশ উপভোগ্য ছিলো। কিন্তু এখনকার ঈদটা পণ্যে পরিণত হচ্ছে। এখন কার কত বেশি টাকা সেদিকেই বেশি নজড় থাকে। টেলিভিশনে নাটকও হয় কিন্তু দর্শক নেই কিংবা অতিরিক্ত চ্যানেলের চাপে কোন অনুষ্ঠানই পুরোপুরি দেখে না। বিনোদন পাওয়ার অনেকক্ষেত্র তৈরী হয়েছে কিন্তু সেই অনাবিল আনন্দটা আর নেই।

ঢাকাটাইমস/২৬জুন/টিএ