সিরিয়ায় ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল

প্রকাশ | ২৬ জুন ২০১৭, ১৩:৪৬ | আপডেট: ২৬ জুন ২০১৭, ১৪:২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গোলান উপত্যকায় সিরীয় সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অধিকৃত গোলানে সিরিয়া থেকে ১০টি মর্টারের গোলা নিক্ষেপের অজুহাতে উপুর্যপরি দ্বিতীয় দিনের মতো এ হামলা চালানো হলো।

লেবানন ভিত্তিক আল-মায়েদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার উভচর গোলন্দাজ গাড়ির বিরুদ্ধে বিমান হামলা করা হয়েছে। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের কাছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত অঞ্চল কুইনিত্রাতে এ হামলা করা হয়েছে। গতকাল রবিবার থেকে এই হামলা চলে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, অন্তঃকলহে নিয়োজিত সিরীয় গোষ্ঠীগুলোর নির্বিচারে গুলিগোলা বর্ষণের জবাবে হামলা করা হয়।

সিরিয়া সামরিক বাহিনীর দু’টি গোলন্দাজ ইউনিটের অবস্থান এবং একটি গোলাবাহী ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২৬জুন/এসআই)