ঈদের দিন ঘরে এল দুই বন্ধুর লাশ

প্রকাশ | ২৬ জুন ২০১৭, ১৪:১৩ | আপডেট: ২৬ জুন ২০১৭, ১৪:৫৩

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঈদের দিন সকালে শোকের গ্রামে পরিণত হলো নাটোরের সদর উপজেলার বুড়িদহ ও হুগুরিয়া। সূর্য উঠতে না ঊঠতেই বাড়ির আঙ্গিনায় দুই বন্ধু বুড়িদহ গ্রামের তুরিন আহম্মেদ (২৪) এবং হুগুরিয়া গ্রামের নাঈম হোসেন (২৩) এর লাশ এসে হাজির হলো সেখানে।

দুই বন্ধুর মরদেহ তাদের বাড়িতে নেয়ার পর পর সেখানে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। ঈদের আনন্দ মুখে গিয়ে সবাই শোকে আচ্ছন্ন হয়ে কান্নাকাটি করতে থাকেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, রবিবার দিবাগত রাত এক টার দিকে তুরিন আহম্মেদ ও তার বন্ধু মোটরসাইকেল নিয়ে দিঘাপতিয়া এলাকা থেকেশহরে আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাটোদাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচ জন আহত হয়।

আহতদের মধ্যে তুরিন আহম্মেদ ও নায়িম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আহত বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের আঘাত তেমন গুরুতর নয়।

ঢাকাটাইমস/২৬জুন/প্রতিনিধি/ডব্লিউবি