ব্রিটেনে কনজারভেটিভদের সরকার গঠনে বাধা কাটল

প্রকাশ | ২৭ জুন ২০১৭, ১১:৪৪ | আপডেট: ২৭ জুন ২০১৭, ১৪:৩৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ব্রিটেনে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে কনজারভেটিভ পার্টি এবং নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)। নির্বাচনি ফলাফল ঘোষণার দুই সপ্তাহ পর এ ঐকমত্যে পৌঁছায় দল দুটি। ফলে ক্ষমতাসীনদের দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহন নিশ্চিত হলো।

গত ৮ জুনে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ভোটে জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এ জন্য তাদেরকে অন্য দলের সমর্থন লাগবে।

৬৫০ আসনের মধ্যে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের লাগে ৩২৬টি আসন। কিন্তু টোরি হিসেবে পরিচিত কনজারভেটিভরা পেয়েছে ৩১৮টি আসন। আর ডিইউপি পেয়েছে ১০টি আসন। ফলে তারা সমর্থন দিলে টোরিদের টানা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা নিশ্চিত হয়ে যায়। এর ভোটের পর থেকেই দলটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল টোরিরা।

কনজারভেটিভ নেত্রী ও বর্তমান ট্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তিনি ডিইউপিকে সঙ্গে নিয়ে মিত্রতার সঙ্গে কাজ করতে চান। একইসঙ্গে দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান।

দুই দলের এ ঐকমত্যকে নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন ডিইউপি নেতা আরলেন ফস্টার।

এর আগে এক টুইট বার্তায় আরলেন ফস্টার বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত আমরা একমত হতে পারবো এবং আমরা একটি সফল ইতি টানতে সক্ষম হব।’

তবে কী কী শর্তে কনজারভেটিভ পার্টিকে সরকার গঠনে ডিইউপি সমর্থন দিয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সরকারে তাদের অংশীদারত্ব কী হবে সেটিও স্পষ্ট নয়।

ঢাকাটাইমস/২৭জুন/সিকে/ডব্লিউবি