সুন্দরগঞ্জে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশ | ২৮ জুন ২০১৭, ১৫:৫৪

সুন্দরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নাসিম মিয়া নামে আরও একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উত্তর চণ্ডিপুর গ্রামের সিচ-পাঁচপীর পাকা রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেলযোগে পাঁচপীর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি নাসিম ও রাজা মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাজা মিয়া মারা যান।

রাজা মিয়া চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের আলাউদ্দীন ওরফে টুকু মিয়ার ছেলে। নাসিম একই গ্রামের আব্দুল মালেক ওরফে খাজা মিয়ার ছেলে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৮জুন/প্রতিনিধি/এমআর