দৌলতপুরে পদ্মায় স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ | ২৮ জুন ২০১৭, ২৩:০৬ | আপডেট: ২৮ জুন ২০১৭, ২৩:১১

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নয়ন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তিনঘণ্টা চেষ্টা করেও ঐ স্কুলছাত্রকে খুঁজে পায়নি।

বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুল ছাত্র পাবনা জেলার ঈশ্বরর্দী উপজেলার শৈলবাড়িয়া গ্রামের সাজিদুল ইসলামের ছেলে এবং ঈশ্বরর্দী বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইসলামপুর গ্রামে তার নানা আব্দুর রাজ্জাক মৃধার বাড়িতে একটি বিয়ের দাওয়াত খেতে এসেছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪ টার দিকে নয়ন ও তাদের সিএনজি ড্রাইভার বাবু ও জহুরুল ইসলামপুর হাইস্কুল সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। হঠাৎ নয়ন নদীতে তলিয়ে যায়। এসময় সিএনজি ড্রাইভার বাবু তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, অনেক চেষ্টা করে ঐ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। খুনলা থেকে ডুবুরী দল রাত ১০ টা নাগাদ পৌঁছাবে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৮জুন/প্রতিনিধি/ইএস)