জার্মান-মেক্সিকো ফাইনালে ওঠার লড়াই রাতে

প্রকাশ | ২৯ জুন ২০১৭, ১০:৩৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কনফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমিুখি জার্মানি ও মেক্সিকো। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। খেলা দেখা যাবে চ্যানেল নাইন, সনি সিক্স-২ ও টেন স্পোর্টস ২- এ।

২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ দল নিয়ে কনফেডারেশন কাপে খেলতে আসে জার্মানি। বিশ্রাম দেওয়া হয়েছে টমাস মুলার, টোনি ক্রুসের মতো তারকাদের। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি দলে ফুটবলারদের গড় বয়স মাত্র ২৪। অন্যদিকে আঠারো বছর পরে কনফেডারেশন্স কাপ জিততে মেক্সিকোর অস্ত্র হাভিয়ার হার্নান্দেজের মতো এক ঝাক অভিজ্ঞ ফুটবলাররা।

ম্যাচের ২৪ ঘন্টা মেক্সিকো কোচ বলেছেন, ‘৩০ বছর বয়সে হৃদরোগের চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা শুরু করা ব্যক্তির চেয়ে অনেক বেশি জানে ২১ বছরের ছাত্র। কারণ, তার জরুরি অবস্থায় কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি থাকে। জার্মানি দলটাও সে রকম। ওদের বয়স কম ঠিকই। কিন্তু সকলেই অভিজ্ঞ। বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্বের সেরা টুর্নামেন্ট খেলেছে ওরা। তাই জার্মানিকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।’

অন্যদিকে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলারদের পেনাল্টি শটের জন্য সতর্ক করে দিয়ে জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, ‘অনুশীলনের পরে অনেক ফুটবলারই নিজেদের উদ্যোগে পেনাল্টি প্র্যাকটিস করে। কিন্তু তা করলে হবে না। পেনাল্টি প্র্যাকটিসেও সমান গুরুত্ব দিতে হবে। ২০১৬ ইউরো কাপের সময় ফুটবলারদের বলে দিয়েছিলাম, ট্রেনিংয়ের পরে নিয়মিত পেনাল্টি প্র্যাকটিসের জন্য বাড়তি সময় দিতে হবে। না হলে কিন্তু পেনাল্টি থেকে গোল করা সম্ভব নয়।’

এক বছর আগে ইউরো কাপ সেমিফাইনালে টাইব্রেকারে ইতালিকে হারানোর উদাহরণ দিয়ে লো আরও বলেছেন, ‘ইতালির সিমোনে জাজা দারুণ স্ট্রাইকার। কিন্তু ও মাঠে নেমেছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। জাজা-র শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যেতেই আমরা জিতেছিলাম। প্রস্তুতির অভাবেই ব্যর্থ হয়েছিল ও।’

(ঢাকাটাইমস/২৯জুন/ডিএইচ)