কুকের ক্ষিপ্রতায় অঘটন থেকে বেঁচে গেলেন সাংবাদিক

প্রকাশ | ২৯ জুন ২০১৭, ১১:১১ | আপডেট: ২৯ জুন ২০১৭, ১১:২৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বছর কয়েক আগে একদিনের ক্রিকেট ছেড়েছেন। টি টোয়েন্টি ছেড়েছেন আরও আগে।  এখন শুধু পাঁচদিনের ক্রিকেট নিয়েই ব্যস্ত অ্যালিস্টার কুক। খেলছেন এসেক্সের হয়ে। এসেক্সের সাফল্য এবং  এই ফর্ম নিয়ে এক সাংবাদিক সম্প্রতি কুকের সাক্ষাৎকার নিতে এসেছিলেন। এসেক্সের প্র্যাকটিস গ্রাউন্ডের এক ধারে দুজনের মধ্যে কথাবার্তা  চলছিল। ইন্টারভিউ চলাকালীন মাঠের আর এক পাশে অনুশীলন করছিলেন এসেক্সের ক্রিকেটাররা। আচমকা এক ব্যাটসম্যান জোরে ব্যাট চালান। বল সাংবাদিকের দিকে ধেয়ে আসছিল। এমন কাণ্ড যে ঘটতে চলেছে তা ওই সাংবাদিক টেরই পাননি। কিন্তু কুকের ইন্দ্রীয়  সজাগ ছিল। সেকেন্ডেরও কম সময়ে বাঁ হাতটা তিনি এগিয়ে দেন। ত্বরিত গতিতে আসা বলটি না তাকিয়েই তালুবন্দি করে ফেলেন কুক। ভাবটা এমন যেন কিছুই হয়নি। মুহূর্তের মধ্যে ওই ঘটনায় বিস্ময় কাটাতে পারেনি সাংবাদিক। কুক বলটা না ধরলে বড় অঘটন ঘটতে পারত।

কুকের এই কীর্তি সোশাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। তার এই দ্রুততা নিয়ে চলছে নানা আলোচনা। টেস্ট ক্যারিয়ারে এপর্যন্ত ১৪১টি ক্যাচ নিয়েছেন কুক। যার অধিকাংশই স্লিপে দাঁড়িয়ে। টেস্টের সব থেকে বেশি ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও কুক ইংরেজদের মধ্যে সবার আগে। বিশেষজ্ঞরা বলছেন স্লিপে কুকের ফিল্ডিং বিশ্বমানের। ১৪০ টেস্টের অভিজ্ঞতায় বাঁ হাতি ব্যাটসম্যানের মধ্যে যে ধৈর্য তৈরি হয়েছে তারই বোধহয় প্রতিফলন দেখা গেল এসেক্সের মাঠে।

 (ঢাকাটাইমস/২৯জুন/ডিএইচ)