‘নির্যাতনের শিকার’ মাশরাফি

প্রকাশ | ৩০ জুন ২০১৭, ১৩:৫২ | আপডেট: ৩০ জুন ২০১৭, ১৭:২৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

নড়াইলে গেলেই অসংখ্য লোক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা করতে যায়। তাদের বেশির ভাগেরই মূল উদ্দেশ্য কোনো রকম একটা ছবি তুলে ফেসবুকে দেওয়া।

এনিয়ে মাশরাফি অসংখ্যবার বলেছেন, এই কৃত্রিমতা তার একদমই পছন্দ না। লোকে হাত মেলাবে, বুকে জড়াবে, ছবি নয়, অটোগ্রাফ নেবে, এসব আন্তরিকতা তাকে বেশি টানে।

এবার ঈদের ছুটিতে যাওয়ার পর লোকের ভিড়টা মোটামুটি অসহনীয় পর্যায়ে চলে গেছে। জানা যায়, মাশরাফির মেয়ে হুমায়রার প্রচণ্ড জ্বর। অ্যান্টি-বায়োটিকেও জ্বর কমছে না। ম্যাশ দু:খ প্রকাশ করে জানালেন যে তিনি একটা দিনের জন্য বাইরে বের হতে চান না।

কিন্তু কে শুনে কার কথা। শেষমেশ মেয়েকে রেখে বাইরে এসে সবাইকে বললেন, ‘ভাইরা, আপনারা এসেছেন, খুশি হয়েছি। তবে আজকে আলাদা করে সবার সঙ্গে ছবি তোলা সম্ভব নয়। মেয়েটা অসুস্থ। সবাই দেয়া করবেন।’

এরপরও লোকজন ফ্রি স্টাইলে বাসার ভেতরে ঢুকে পড়ে। রুমে উঁকিঝুঁকি দেয়। মাশরাফিকে খুঁজতে থাকা এসব চলতেই থাকে। একপর্যায়ে মাশরাফি নাকি হতাশ হয়ে তাদের কাছে বলছেন, লোকে এরকম  অবুঝ হলে নড়াইল আসাই বাদ দিতে হবে। মেয়েটার অসুখের মধ্যেও নিস্তার নাই।

(ঢাকাটাইমস/৩০জুন/জেইউএম)