মেজর হালিমের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ | ৩০ জুন ২০১৭, ১৫:৪০ | আপডেট: ৩০ জুন ২০১৭, ১৬:২৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অব) আ ত ম হালিমের গাড়ী বহরের হামলা, ভাংচুর, অস্ত্র ও টাকা ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ (পিবিআই)। শুক্রবার জেলার সালথা উপজেলার গোট্টি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাহানকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, ২০১৩ সালের ২০ জুলাই মেজর (অব) হালিম তার নিজ বাড়ী সালথা যাওয়ার পথে শাহজাহানের নেতৃত্বে কয়েকশ লোকজন তার গাড়ী বহরের হামলা চালায়। এসময় সাড়ে ১১ লক্ষ টাকা ও একটি পিস্তল হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়। এসময় বেশ কয়েকটি গাড়ী ভাংচুর ও অঙ্গসংযোগ করে। হামলায় ৫/৭ জন গুরুত্ব আহত হয়। এই ঘটনায় ২০১৩ সালের ২৬ জুলাই মো. জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সালথা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘদিন পালাতক ছিলেন শাহজাহান।

উল্লেখ্য, শিল্পপতি মেজর (অব) আ ত ম হালিম ফরিদপুর-২ (নগরকান্দা- সালথা) আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন।

(ঢাকাটাইমস/৩০জুন/প্রতিনিধি/এমএবি)