জামালপুরে প্রকৌশলী আল আমিন হত্যার বিচার দাবি

প্রকাশ | ০২ জুলাই ২০১৭, ১৫:১৩

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে প্রকৌশলী আল আমিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে সদর উপজেলার জামালপুর-টাংগাইল মহাসড়কের বিনন্দেরপাড়া বাজারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, নিহত আল আমিনের পিতা মজিবুর রহমান ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু।

মানববন্ধন চলাকালে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৪ জুন সন্ধ্যায় নিজ বাড়ির কাছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্টিক্যাল বিষয়ে সদ্য ডিপ্লোমা পাস করা আল আমিনকে। এ ঘটনায় ২৮ জুন নিহতের পিতা মজিবুর রহমান মাফিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়ের হলেও এখনও কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

(ঢাকাটাইমস/২জুলাই/প্রতিনিধি/এলএ)