হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রকৌশলী ও ঠিকাদার কারাগারে

প্রকাশ | ০২ জুলাই ২০১৭, ১৮:৩২

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সুনামগঞ্জে হাওরে ২৮টি বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন এবং ঠিকাদার মো. বাচ্চু মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা এ আদেশ দেন।

এর আগে দুপুরে দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ সুনামগঞ্জ সদর থানায় ওই মামলা দায়ের করার পরপরই ঢাকায় তাদের আটক করে দুদক। এরপর বিকালে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি।

পানি উন্নয়ন বোর্ডের ১৫ কর্মকর্তাসহ ৬১ জন ওই মামলার আসামি। মামলায় বরখাস্তকৃত সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের ১৫ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন আসামির তালিকায় রয়েছেন। অপর ৪৬ আসামির মধ্যে রয়েছেন ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কর্মকর্তারা।

সুনামগঞ্জে হাওর বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে গত ১৫ এপ্রিল প্রত্যাহার করা হয়। মামলায় আসামিদের ২৮টি বাঁধ নির্মাণে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী, দু'জন উপ-বিভাগীয় প্রকৌশলী, আটজন উপ-সহকারী প্রকৌশলী এবং ছয়জন বিভিন্ন স্তরের কর্মকর্তাদের 'ম্যানেজ' করেই ঠিকাদাররা কোথাও ১৫ শতাংশ, কোথাও ২০ শতাংশ আবার কোথাও কাজ না করেই বিভিন্ন প্রকল্পের বিল বাবদ ওই টাকা তুলে নিয়ে যায় বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়া যায়।

(ঢাকাটাইমস/০২জুলাই/আরজেড/জেবি)