কম দামের ফোন আনলো মটোরোলা

প্রকাশ | ০৩ জুলাই ২০১৭, ১০:৪৬ | আপডেট: ০৩ জুলাই ২০১৭, ১০:৪৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে মটোরোলা। ফোনটির মডেল মটো ই৪। এটি কম দামের ফোন। জুন মাসে ফোনটি আন্তর্জাতিক বাজারে আবমুক্ত করা হয়। 

মটোরোলার নতুন ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১০৮০ পিক্সেল। এতে আছে ১.৪ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর।

ফোনটিতে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র‌্যাম রয়েছে।  

ক্যামেরার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। 

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৮৫০০ রুপিতে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এজেড)