ঘুষ নেয়ায় এনবিআর কর্মকর্তার সাত বছরের জেল

প্রকাশ | ০৪ জুলাই ২০১৭, ১৪:৩৯

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

ঘুষ নেয়ার মামলায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা আশিকুর রহমানের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি রফিউল আলম এই রায় ঘোষণা করেন। আসামির উপস্থিতিতে এই রায় দেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলাটির দুদকের পক্ষের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা জানান, আদালত রায়ে ৭ বছর কারাদণ্ডের মধ্যে দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক মামলাটি করেন।

মামলাটিতে ২০১৩ সালের ২৬ আগস্ট দুদকের সহকারী পরিচালক অজয় কুমার আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির আট জনের সাক্ষ্য নেয় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১০৪ এ আশিকুর রহমান অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় শেখ মিজানুর রহমানের ২০১১-২০১২ করবর্ষের আয়কর নথি নিষ্পত্তি করে দেওয়ার জন্য এক লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর তিনি অগ্রিম ২৫ হাজার টাকা ঘুষ নেন। বাকি টাকা দাবি করলে শেখ মিজানুর রহমান বিষয়টি দুদককে অবহিত করে। পরে ওই বছরের ২০ সেপ্টেম্বর অভিযোগকারী কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাতেনাতে আশিকুরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছে আরও ২৯ হাজার ৫শ টাকা পাওয়া যায়। এরপরই দুদক মামলাটি দায়ের করেন।

ঢাকাটাইমস/৪জুলাই/আরজে/এমআর