হত্যার দায়ে গাজীপুরে তিনজনের ফাঁসি

প্রকাশ | ০৫ জুলাই ২০১৭, ১৩:১৭ | আপডেট: ০৫ জুলাই ২০১৭, ১৪:১২

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হায়দার আলী নামে এক অটোচালককে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার সকালে এই রায় দেন। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈর উপজেলার জাথালিয়া গ্রামের আমির হামজার ছেলে দেলোয়ার হোসেন, তার ভাই আলমগীর হোসেন এবং মৌচাক গ্রামের মেহেদী হাসান ওরফে বাবু। রায় ঘোষণার সময় আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া অপর আসামি দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে কালিয়াকৈর থেকে অপহরণ করা লালমনিরহাট জেলার বাসিন্দা অটোচালক হায়দার আলীকে, যিনি কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া গ্রামের স্থানীয় বাবুলের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। পরদিন পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের দিনই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলাটিতে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহমেদ। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন লাবিব উদ্দিন সিদ্দিক।

ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এমআর