ফরিদপুরে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশ | ০৫ জুলাই ২০১৭, ১৭:২৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ফরিদপুরে ছেলের শাবলের আঘাতে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার পথে তিনি মারা যান।

তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মুরালীদহ গ্রামে।

নিহত আছিয়া বেগম মুরালীদহ গ্রামের মৃত হাশেম শেখের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তার মেয়ে বিদেশে থাকেন। ছেলে শেখ রাসেল রাজমিস্ত্রির কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল ব্যবসা করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা টাকা না দেয়ায় সে ক্ষুব্ধ হয়।

মঙ্গলবার দুপুরে এ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে (রাসেল) শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন আছিয়া বেগম। এলাকাবাসী আছিয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান আছিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছে নিহতের ছেলে রাসেল।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ইএ)