ফরিদপুরে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় জরিমানা

প্রকাশ | ০৫ জুলাই ২০১৭, ১৭:৫১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় অভিযান চলাকালে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান।

চালের দাম অতিরিক্ত নেওয়ায় এসময় ব্যবসায়ী অজিত কুমার সিংহ কানাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম কমালেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি নেওয়ায় এই জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি রোধের জন্য আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও নজরদারি অব্যাহত রাখব।

যদি কোনো অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যর দাম বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, বাজার কর্মকর্তা সাহাদত হোসেন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, মৎস্য অফিসের সহকারি পরিচালক কার্তিক চন্দ্র, ক্যাবের ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ প্রশাসনের ঊর্ধŸতন কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ইএস)