জামালপুরে বন্যায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ | ০৬ জুলাই ২০১৭, ২০:৩৮

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনার নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।

বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর পানি প্রবাহিত হওয়ার কথা উল্লেখ করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বৃদ্ধির কারণে জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার পানি আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/৬জুলাই/প্রতিনিধি/এলএ)