বিএনপি 'আনরিয়েলেস্টিক' কথা বলে: মুহিত

প্রকাশ | ০৭ জুলাই ২০১৭, ১৮:২৫ | আপডেট: ০৭ জুলাই ২০১৭, ১৯:০২

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিএনপি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। তারা সব সময় আনরিয়েলেস্টিক (বাস্তবতা বিবর্জিত) কথা বলে। আই ডোন্ট কেয়ার।’

শুক্রবার বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।বিকালে ফেঞ্চুগঞ্জের ইসলামপুরে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী। 

মুহিত বলেন, ‘দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। বিদেশ থেকেও চাল আমদানি করা হচ্ছে।’
বন্যা দুর্গত এলাকায় যথেষ্ট পরিমাণ খাদ্য ও অর্থ সহায়তা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, কেয়া চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭জুলাই/ব্যুরোপ্রধান/জেবি)