মৌলভীবাজারে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

প্রকাশ | ০৭ জুলাই ২০১৭, ২০:০৭

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কে আইকন ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্বে র‌্যাবের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোস্তাফিজুর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তাকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে এই ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়,সে গত তিন মাস থেকে এই চেম্বারে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে রোগী দেখে আসছিল। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিলার হোমনা উপজেলার নিলুখী গ্রামে তার বাড়ি।

আইকন ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, সছিক নাম রাকিবুল ইসলাম ও তার ভুয়া নাম মোস্তাফিজুর রহমান বলে আইকন ডায়াগনস্টিক সেন্টারে দেড় মাস আগে চাকরি নেন। কিন্তু হাসপাতাল কৃর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন দেননি। রমজানের পরে সনদপত্র দেবেন বলে সময় নেন। কিন্তু রোজার পরেও ওই ডাক্তার সনদপত্র দিতে পারেননি।

শুক্রবার হাসপাতাল মালিক বিষয়টি র‌্যাবকে জানালে তারা এসে তাকে আটক করে।

(ঢাকাটাইমস/৭জুলাই/প্রতিনিধি/এলএ)