৪৪ দিন ছুটি শেষে আগামীকাল খুলছে জাবি

প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ১৯:০৯

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

গ্রীষ্মকালীন, মাহে রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

রবিবার থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
তিনি বলেন, ৪৪ দিন ছুটি শেষে আগামীকাল থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। ক্যালেন্ডারের ছুটি অনুযায়ী ৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই শুক্রবার ও শনিবার থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা রবিবার থেকে শুরু হচ্ছে। আর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে গত ৫ জুলাই থেকে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)