রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ১৯:২৩ | আপডেট: ০৮ জুলাই ২০১৭, ১৯:৫৮

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

দীর্ঘ প্রায় ৪৪ দিনের ছুটি শেষে রবিবার খুলতে যাচ্ছে দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদালয় (কুবি)।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মে থেকে ০৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব-ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। তবে প্রশাসনিক কার্যক্রম ১৫ জুন পর্যন্ত চালু ছিল। ছুটি পরবর্তী ০৭ ও ০৮ জুলাই (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়াতে যথারীতি ০৯ জুলাই (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম আবার শুরু হবে।

এদিকে, গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসমুখী হতে শুরু করেছেন। শিক্ষার্থীদের আগমনে আবারও মুখরিত হতে চলেছে সমতট অঞ্চলের এই সর্বোচ্চ শিক্ষালয়।

ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)