রবিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ২০:০৯

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩৮ দিনের ছুটির পর আগামীকাল রবিবার খুলছে রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে এসেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শিক্ষার্থীদের জন্য গত ৪ জুন থেকে ৩৪ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে-পরে সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ৩৮ দিনের ছুটি পেয়েছিল শিক্ষার্থীরা। তবে প্রশাসনিক ও বিভাগীয় দপ্তর বন্ধ ঘোষণা হয় ১৮ জুন (রবিবার) থেকে ০৩ জুলাই (সোমবার) পর্যন্ত। অর্থাৎ প্রশাসনিক ও বিভাগীয় ছুটি ছিল মাত্র ১৫ দিন।

(ঢাকাটাইমস/০৮জুলাই/আইএইচ/জেবি)