ফাজিল পরীক্ষা শুরু ৮ আগস্ট

প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ২০:১৫ | আপডেট: ০৮ জুলাই ২০১৭, ২০:১৯

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল পরীক্ষা-২০১৬ আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবির অধীন ফাজিল স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা সারা দেশের ২৯১ টি কেন্দ্রে ১২৭৭ টি মাদ্রাসার অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাবলু বলেন, ‘পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে পারব।

শিক্ষার্থীরা পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানতে পারবেন।

(ঢাকাটাইমস/৮জুলাই/জেডএ)