স্ত্রীকে খুনের পর এসআইয়ের আত্মহত্যা

প্রকাশ | ০৮ জুলাই ২০১৭, ২০:৫১ | আপডেট: ০৯ জুলাই ২০১৭, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

স্ত্রীকে খুনের পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি রাজধানীর বাড্ডা থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার নাম আবদুস সাত্তার। স্ত্রীর নাম সোমা আক্তার।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আলম ঢাকাটাইমসকে জানান, শনিবার সন্ধ্যায় রূপনগরের একটি বাসা থেকে তাদের দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসআই আবদুস সাত্তার স্ত্রীকে খুনের পর নিজে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

ওসি জানান, তাদের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপনগর থানার এসআই মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আবদুস সাত্তার এর আগে পল্লবী থানায় কর্মরত ছিলেন। ঈদের আগে তিনি এসআই হিসেবে পদোন্নতি পেয়ে বাড্ডা থানায় বদলি হয়ে যান। তবে তিনি রূপনগর আবাসিক এলাকার ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাসার ৬ষ্ঠ তলায় আগের বাসাতেই থাকতেন।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এএ/জেবি)