রাবিতে সাংবাদিকের ওপর হামলায় জাককানইবিসাসের নিন্দা

প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ১৮:৫৪

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী  বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। 

পাশপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমিতি।
সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। পেশাগত দায়িত্বে  সাংবাদিকদের থামিয়ে রাখতে রাবি সাংবাদিক আরাফাত রহমানের ওপর পরিকল্পিত হামলা করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। 
তারা বলেন, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাংবাদিক নির্যাতনের ঘটনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ এসব ঘটনায় কার্যত নীরব ভূমিকা পালন করছে। শিক্ষাঙ্গনে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা কখনোই মেনে নেয়া যায় না।
অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, সোমবারে সকালে রাজশাহী বিশ্বদ্যিালয়ে কর্মরত ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/জেবি)